মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাব্বি
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফেরাম’র ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে ফোরামের সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন আহমেদ (এশিয়ান টেলিভিশন)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল হাসান রাব্বি (বিজয় টিভি)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তুহিন ফয়েজ (রূপসী বাংলা টিভি)। সহ-সভাপতি আব্দুল লতিফ মিয়াজী (রাজধানী টিভি)।
সম্মানিত সদস্য ফারুক হোসেন (আনন্দ টিভি), মনিরুল ইসলাম মনির (চ্যানেল এস), মোঃ দ্বীন ইসলাম (মাই টিভি) ও জাকির হোসেন বাদশা (নিউজ ২১ বাংলা)।
মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে ও সদস্য মোঃ দ্বীন ইসলাম এর সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।