শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নৌপুলিশের মতবিনিময়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নৌ অধিক্ষেত্রের পূজা মন্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নৌ পুলিশকে নির্দেশ প্রদান করেছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে “আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫” উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে “নৌ অধিক্ষেত্রে পূজা মন্ডপ, প্রতিমা বিসর্জন ঘাট ও নদীতে প্রতিমা বিসর্জন” সংক্রান্ত নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই প্রতিমা তৈরির স্থানে পূজা কমিটির করণীয়, নৌ পুলিশের করণীয়, পূজা চলাকালীন পূজা কমিটি ও নৌ পুলিশের করণীয় এবং প্রতিমা বিসর্জনের সময় করণীয়/বর্জনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় পূজা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দুর্গাপূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নৌ পথে যেকোনো অনাকাঙ্খিত বা অপ্রীতিকর ঘটনা রোধে নৌ টহল জোরদার করার পরার্মশ প্রদান করেন এবং নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান তার বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নৌ পুলিশের ১১টি অঞ্চলে কর্মরত পুলিশ সুপারসহ সকল অফিসার ও ফোর্সদের নৌ অধিক্ষেত্রে জোরদার নিরাপত্তার প্রতি তাগিদ প্রদান করে তিনি বলেন- ‘সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় অনাকাঙ্খিত ঘটনা ও দুর্বৃত্তায়নরোধে নৌ অধিক্ষেত্রে নৌ পুলিশের নিরাপত্তা জোরদার করা হবে।
পূজামন্ডপের উৎসব মুখর পরিবেশ বজায় রেখে নারী ও শিশুরা নির্বিঘ্নে সেখানে যাতায়াত করতে পারে সেই ব্যাপারে পরামর্শসহ গুরুত্বপূর্ণ পূজামন্ডপে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপারদের উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।’
পরিশেষে এই মতবিনিময় সভার আমন্ত্রণে সাড়া দিয়ে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারসহ পূজা কমিটির বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।